বেরোবিতে অর্থনীতি বিভাগে ৩ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অর্থনীতি বিভাগে শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বে টানা তিন মাস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। অফিস কক্ষে ঝুলছে তালা। ক্লাস-পরীক্ষা না হওয়ায় বাড়ছে সেশনজট, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা।
জানা যায়, মহামারির কারণে দেড় বছর ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনার ক্ষতি পুষিয়ে নিতে ৪ মাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু অর্থনীতি বিভাগের শিক্ষকদের দ্বন্দ্বের কারণে শিক্ষার্থী সেশনজট বেড়েছে। করোনাভাইরাসে দেড় বছর বন্ধের পর গত সেপ্টেম্বর মাসে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর টানা তিন মাস বিভাগের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বিভাগের মোট ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জন বিভাগীয় প্রধান জনি পারভীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানিয়ে আসছেন। তারা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন।
বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকাপ্রকাশকে জানান, বিভাগীয় প্রধান জনি পারভীন শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ আচরণ করেন। তার কাছে কিছু জানতে চাইলে সহযোগিতা করার পরিবর্তে রেগে যান। সবসময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন।
বিভাগীয় প্রধান জনি পারভীন সব অভিযোগ অস্বীকার করে ঢাকাপ্রকাশকে বলেন, ‘আমিই শিক্ষকদের হয়রানির শিকার। শিক্ষকরাই ফলাফল আটকে রেখেছিল। ক্লাস-পরীক্ষা শুরুর জন্য একাধিকবার মিটিং ডাকলেও শিক্ষকরা আসেননি। বিভিন্ন সময় শিক্ষকরাই খারাপ আচরণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়গুলো অবগত করেছি।’
অর্থনীতির বিভাগীয় প্রধান অপসারণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদর দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে শিক্ষকরা জানিয়েছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না।
আইএইচ/এএন