সিলেটে শিশু পণ্যের দোকানে আগুন, ক্ষতি ১ কোটি ৮০ লাখ
সিলেটে শিশু পণ্যের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা হবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক আখতার চৌধুরী রুবেল। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৫টার দিকে নগরীর পূর্ব দরগাহ গেইটে ‘বেবি গার্ডেন’ নামের দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বেবি গার্ডেন’র ম্যানেজার মো. শাহরিয়ার জানান, আগুন প্রথমে নিরাপত্তাকর্মীর নজরে আসে। পরে দোকানের উপরে থাকা স্টাফদের ডেকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানটিতে শিশুদের কাপড় ও খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিস ছিল।
এসআইএইচ