ঢাকাপ্রকাশ-এ সংবাদের পর মির্জাগঞ্জ ছাড়লেন এএসআই দুলাল
ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর বিতর্কের বোঝা মাথায় নিয়ে পটুয়াখালী মির্জাগঞ্জ থানার ছাড়লেন এএসআই দুলাল।
সোমবার (৪ এপ্রিল) ‘বদলির পরও কর্মস্থল ছাড়েনি এএসআই দুলাল, উল্টো মামলা দিয়ে ফাঁসানোর হুমকি’ এমন একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই তাকে (৪ এপ্রিল) মির্জাগঞ্জ থানা থেকে ছাড়পত্র দেন মির্জাগঞ্জ থানার ওসি।
এর আগে গত ২৪ মার্চ পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে তাকে পটুয়াখালীর কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বদলি করা হয়। কিন্তু বদলির পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে বিলম্ব করছিলেন।
আরও পড়ুন: বদলির পরও কর্মস্থল ছাড়েননি মির্জাগঞ্জের এএসআই দুলাল
উল্লেখ্য, বিগত ৭-৮ দিন আগে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সেলিম নামে এক চায়ের দোকানদারকে রাতভর থানায় আটক রেখে ১১ হাজার টাকার বিনিময়ে পরদিন ছেড়ে দেন এএসআই দুলাল।
এ ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় গত রবিবার বিকালে মোটরসাইকেলের গতিরোধ করে স্থানীয় সাংবাদিক রনি খান এবং সোহাগ হোসেনকে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন তিনি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এএসআই দুলালকে থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এমএসপি