মসিকের উদ্যোগে ময়মনসিংহে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে এ মেলায় অনলাইনে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার।
উদ্বোধনকালে তিনি বলেন, বুদ্ধিজীবী ও স্বচ্ছল ব্যক্তিদের লাইব্রেরি স্থাপন, বই মেলার আয়োজন এসব বিষয়ে এগিয়ে আসতে হবে, যেন নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস তৈরি হয়।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। সুনাগরিক ও পরিশীলিত জাতি গঠন করতে বই মেলার মতো এমন আয়োজন নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
৩৭টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এমএসপি