স্বাস্থ্যসেবায় বছরে সাড়ে ৪ কোটি টাকা ভর্তুকি ফেনী ডায়াবেটিক সমিতির
ফেনী ডায়াবেটিস হাসপাতাল একটি মানবকল্যান ও সেবামূলক প্রতিষ্ঠান। অন্য যেকোনো বেসরকারি হাসপাতালের চেয়ে ডায়াবেটিস হাসপাতালে ২৫-৩০ শতাংশের কমমূল্যে সেবা দিচ্ছে। জনসাধারণের স্বাস্থ্যসেবায় গত বছরে ৪ কোটি ৬৫ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ফেনী ডায়াবেটিক সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী ডায়াবেটিক সমিতির আ.ক.ম সাহিদ রেজা শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন রফিক-উস্-সালেহীন, ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক নারী সাংসদ জাহান আরা বেগম সুরমা।
বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারাম্যান কামাল উদ্দিন মজুমদার, আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ। আরও বক্তব্য রাখেন আজীবন সদস্য ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সাহাব উদ্দিন খাঁন, গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল। এসময় সমিতির কার্যকরী সদস্য, আজীবন সদস্য ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
টিটি/