পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে পাটুরিয়া ঘাট এলাকায়। এতে করে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৬ শতাধিক যানবাহন। আটকে থাকা যানবাহনের অধিকাংশই পণ্যবাহী ট্রাক।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, সাধারণ দিনগুলোতে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ৪ হাজার যানবাহন পারাপার হয়। সাপ্তাহিক ছুটির দিনে এর সংখ্যা অনেকটাই বেড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি মোকাবেলায় জরুরি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি আছে। ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরি আজ সকালে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
এসআইএইচ