নেত্রকোণায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
টেকনিক্যাল শিক্ষা অর্জন করে কেউ বেকার থাকে না
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, অন্যান্য শিক্ষার পাশাপাশি পলিটেকনিক্যাল শিক্ষার গুরুত্বও অপরিসীম। টেকনিক্যাল শিক্ষা অর্জন করে কেউ বেকার থাকে না।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করে গড়ে তুলছেন। তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৫ তলা ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।
এসআইএইচ