মানিকগঞ্জে শিক্ষিকা-শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে ট্রাক চাপায় শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিম (৭) নিহতের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, শিবালয়ের আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া কমিটিতে জেলা শিক্ষা অফিসার, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপারের একজন সদস্য রয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) সকালে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের সামনে খাবার বিরতির সময় ছাত্র-ছাত্রী ও শিক্ষক মাঠে বের হলে অনিয়ন্ত্রিত একটি ট্রাকের চাপায় শিক্ষিকাসহ এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ৬ জন শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এমএসপি