সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যায় যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক সংগ্রাম হত্যা মামলায় আলম প্রামাণিক (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে এ সাজা দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির।
দণ্ডপ্রাপ্ত আলম প্রামাণিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের সংগ্রামের সঙ্গে একই গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেল্লালের মুদির দোকানের পাশে কেরাম খেলা দেখছিল। কেরাম খেলা দেখা অবস্থায় রাত ১২টার দিকে আসামি আলম প্রামাণিক ফোনে সংগ্রামকে ডেকে পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে গল্প করার এক পর্যায়ে আলম প্রামাণিক পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো গরু জবাই করার ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সংগ্রামকে হত্যা করেন।
পরে এ ঘটনায় নিহত সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে আজ মঙ্গলবার এ রায় দেন আদালত।
এসআইএইচ