বরগুনায় সাগর মোহনায় বনভোজনে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ
বরগুনা শহরের কলেজ সড়কের সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে গিয়ে সূর্য ঘোষ (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং নিখোঁজ শিক্ষার্থী সূর্য ঘোষের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ সূর্য ঘোষ সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ও বরগুনা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পিযুষ ঘোষের ছেলে।
অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীসহ ৬৫ সদস্যকে নিয়ে বরগুনা থেকে পাথরঘাটার হরিনঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়া এলাকার সাগর মোহনায় চরে অবস্থান করে। সেখানে শিক্ষার্থীরা ফুটবল খেলছিল। দুপুরে খাবারের সময় দেখা যায় একজন শিক্ষার্থী অনুপস্থিত। তাৎক্ষণিক খোঁজ শুরু করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানায় মৌখিকভাবে জানানো হলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।
সূর্য ঘোষের বাবা প্রদীপ ঘোষ কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে এসেছে। নিখোঁজের সংবাদ পেয়ে আমরা লালদিয়ায় চলে এসেছি।
প্রদীপ বলেন, শিক্ষকদের গাফিলতি আর দায়িত্বহীনতার কারণে এমনটা হয়েছে। আমি আমার ছেলেকে ফেরত চাই।
সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, একদিকে রান্নাবান্নার কাজ চলছিল। অপরদিকে সূর্য ঘোষসহ ছেলেরা ফুটবল খেলছিল। অন্যরা ঘুরতে যায়। খাবারের সময় হয়ে এলে ছেলেরা নদীতে গোসল করতে যায়। পরে সবাই তীরে এলে সূর্য ঘোষের নিখোঁজের বিষয়টি স্পষ্ট হয়।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, গোসল করার মধ্যে কোনো এক সময় স্রোতের টানে সূর্য ঘোষ নিখোঁজ হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার বলেন, বনভোজনে আসা শিক্ষার্থী নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগের সদস্যদের অভিযান অব্যহত রয়েছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবু জাফর বলেন, আমাদের অভিযান চলছে। বরিশালের ডুবুরি দলকে জানানো হয়েছে। শুক্রবার সকালে ডুবুরি দল আসবে।
এমএসপি