দুর্ঘটনায় কবজি বিচ্ছিন্ন, এসএসসি দেওয়া হলো না সাইমুনের
রবিবার (৩০ এপ্রিল) থেকে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল বরিশালের বানারীপাড়া উপজেলার দিদিহার গ্রামের মোছা. সাইমুন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। এখন হাসপাতালের বেডে শুয়ে কাটা হাত নিয়ে সুচিকিৎসার প্রহর গুনছে সে।
সাইমুন বানারীপাড়া উপজেলার দিদিহার গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
গত ২৭ এপ্রিল ডাক্তার দেখাতে যাওয়ার পথে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় সাইমুনের। তাকে দ্রুত বানাড়িপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোমান ইবনে রিফাত তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কাটা হাতের অংশ আইস ব্যাগিং পদ্ধতিতে প্যাকিং করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে ঢাকায় নিয়ে আসলেও হাতটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন সাইমুন।
হতদরিদ্র পরিবারের মেয়ে সাইমুনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। পরিবারের পক্ষে যা বহন সম্ভব নয়। এজন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাইমুনের বাবার মোবাইল নম্বর- ০১৭৫০৭৯১০০১
এসজি