মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, ৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বরিশালের উজিরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নেতাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা চলাকালীন এ ঘটনা ঘঠেছে। পরে দুপুরে অভিযুক্তদের বহিষ্কারের বিষয়টি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পলাশ, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম কাজী এবং বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। পরে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্তে তাদের সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

উজিরপুর আওয়ামী লীগের নেতা-কর্মী, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার। এসময় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হলে তার সঙ্গে উপস্থিত হন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এবং একই কমিটির সহ-সভাপতি মো. ইদ্রিস সরদারসহ একাধিক নেতা-কর্মী। এসময় সংসদ সদস্য হাফিজুর রহমানের সামনে ইদ্রিস সরদারকে কটূক্তি করে অশালীন মন্তব্য করায় ইদ্রিস তার প্রতিবাদ করে। পরে হাফিজুর রহমান ও তার নেতা-কর্মীরা ইদ্রিসের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন বলে জানা গেছে। এতে মো. হাফিজুর রহমান এবং মো. ইদ্রিস সরদার আহত হন। পরে তাদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মো. ইদ্রিস সরদার অভিযোগ করে বলেন, ‘সংসদ সদস্যের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান আমাকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করে। আমি তার কথার প্রতিবাদ করলে হাফিজুর রহমান এবং তার সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগের ৭-৮ জন আমার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মারামারির ঘটনা, সংসদ সদস্য এবং তার সামনে ঘটেনি বলে জানান অভিযুক্ত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, দল থেকে সাময়িকভাবে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহকে অবহিত করা হয়ে। তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠানে ফুল দেওয়ার পরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি যারা অছেন তারা বিষয়টি মিটমাট করেছে বলে জানিয়েছেন। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসজি

Header Ad
Header Ad

রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

নানা চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনবারের এই প্রধানমন্ত্রী।

তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল দেবে হিথ্রো কর্তৃপক্ষ।

বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা.জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত হবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ নামের একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে।

মঙ্গলবার রাতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার সাথে যাত্রা করবেন, কাতারের চার চিকিৎসক-প্যারামেডিকস ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য। এ ছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন তার সঙ্গে যাবেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনবারের এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ১৮ বার আবেদন করলেও হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি।

সবশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়।

Header Ad
Header Ad

হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সিমা রহমান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে পৃথক দুই মামলা করা হয়।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুর-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শিখর সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবানের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

অবৈধ সম্পদ গোপন করায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন" কর্মসূচির আওতায় আটটি বিভাগে আটটি চলচ্চিত্র নির্মাণের জন্য আটজন পরিচালক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সার্চ কমিটির সদস্য সুমন রহমান এ তালিকা প্রকাশ করেন।

নির্বাচিত পরিচালকরা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মো. তাওকীর ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ঢাকার বাইরের তরুণ প্রজন্মকে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। একইসঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে সরাসরি কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মাণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।

পরিচালকদের তাদের কাজের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই চলচ্চিত্রগুলো এমন হবে যা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এবং দেশের সিনেমার ভবিষ্যৎ পথ দেখাবে।”

চলচ্চিত্র নির্মাণে সরকার আর্থিক সহযোগিতা প্রদান করবে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের মধ্যে এসব চলচ্চিত্রের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি বিভাগের জন্য গুগল ফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে এবং নির্দিষ্ট বিভাগের পরিচালকরা প্রার্থীদের নির্বাচন করবেন।

এই উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল
হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতায় টানা চার ম্যাচ হার
দেশে দুই যুগ ধরেই আছে এইচএমপিভি, মৃত্যুর ঘটনা নেই
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্রসহ নিহত ২
ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা
তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানালেন শিক্ষার্থীরা
‘ডালিমের বিরুদ্ধে মামলা করব, তাকে আমি ছাড়বো না’: আইনজীবী
সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকেই বিয়ে করলেন বাবা!
রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা
মন্ত্রিত্ব হারানোর চাপে টিউলিপ, চীনে সরকারি সফরে যেতে বাধা
দুদকের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার ‍৩ ভুয়া কর্মকর্তা
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জন নিহত
কলকাতা বিমানবন্দরে আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
ঢাবির মুহসীন হলের ছাদের পলেস্তারা ভেঙে মাথায় পড়লো ঘুমন্ত শিক্ষার্থীর  
চুয়াডাঙ্গা ডিসির অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক, অর্থ লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে