সাংবাদিকরা আমাদের পরিপূরক: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতি ও পুলিশের সক্ষমতা-জনবল বৃদ্ধির কারনে দেশের জঙ্গিবাদ দমন করা হয়েছে। জনসাধারণ, মিডিয়া কর্মী, গোয়েন্দা সংস্থা, পুলিশ-র্যাবসহ বিভিন্ন প্রশাসনের সকলে একত্রে একযোগে কাজ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরাট উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
এসময় সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে বলেন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিকরা আমাদের পরিপূরক। আমরা একসঙ্গে একযোগ কাজ করি। এ ঘটনায় যে অভিযোগ আসবে তা তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন, নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব প্রদান করবে সেই দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রস্তুত। আমরা দেখিয়েছি সবাই মিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি।
পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ।
এএজেড