ঝালকাঠিতে নিম্মমানের ইট দিয়ে সড়কের কাজের অভিযোগ
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সড়ক সংস্কারের কাজে নিম্মমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদারের কাজে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।
গালুয়া বাজার থেকে খায়েরহাট ও চাড়াখালী বাজার যেতে তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭ মিটার প্রস্থ্যের এই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। টেন্ডার প্রক্রিয়া শেষে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের এই সড়কের কাজ পান পিরোজপুরের মেসার্স ঐশি এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেলিম হেসেন কাজটি বিক্রি করে দেন গালুয়া এলাকার মো. কবির হোসেনের কাছে।
গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, একই ইউনিয়নের হাজি ব্রিকস থেকে কম দামে নিন্মমানের ইট এনে তা দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। এই সড়ক অল্প দিনের মধ্যেই আবার ভেঙে যাবে বলেও আশঙ্কা করেছেন স্থানীয়রা।
তবে এ কাজের বর্তমান ঠিকাদার কবির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি ১ নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজাপুর উপজেলার দায়িত্বরত প্রকৌশলীর সরকারী মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও অপর সাড়া মেলেনি।
সড়ক সংস্কারে নিম্মমানের ইট ব্যবহারের বিষয়টি মুঠোফোনে জানানো হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকারকে।
তিনি বলেন, 'বিষয়টি আমি আজই জেনেছি, ওই কাজের সংশ্লিষ্ট ঠিকাদার এবং রাজাপুর থানা ইঞ্জিনিয়ারকে অভিযোগ সংক্রান্ত বিষয়ে আমি জিজ্ঞাসাবাদ করব এবং অভিযোগের সত্যতা পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএন