ইভিএম বাতিল হলে নির্বাচনে অংশ নেবে বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। একই সাথে ইভিএম সিস্টেম বাতিলের দাবি তাদের।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
পুলিশের কোনপ্রকার বাধা ছাড়াই জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সভা শেষে পদযাত্রাটি শহরের সদর সড়ক হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ কর্মসূচিতে জেলা ও উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে সময় মত বিদেশি চাপ আসবে। সারা বিশ্ব জেনে গেছে এ সরকার অবৈধ এবং ভোট চোরের সরকার। এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাই বিএনপিকেই মাঠে আন্দোলন করতে হবে। সময়মতো বিদেশিরা সব ব্যবস্থা করবে।
এএজেড
