ছাত্রলীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের ৩ নেতা-কর্মীকে পেটানোর অভিযোগ

পটুয়াখালীতে একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় শহরের বনানী এলাকায় এ ঘটনাটি ঘটে । এ ঘটনায় আহতদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- পটুয়াখালী সদর থানা যুবদলের আহ্বায়ক মো. রিমাইনুল ইসলাম রিমু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. জাকারিয়া, জেলা ছাত্রদলের সদস্য মো. মাছুম। আহত তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি জানান, আজ (২৫ ফেব্রুয়ারি) দেশব্যপী কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালী জেলা বিএনপি পথযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ পরিকল্পিতভাবে বিএনপির নেতাদের উপর এ ন্যাক্করজনক হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘ছাত্রলীগের পোলাপান সন্ধ্যা থেকেই আমাদের বনানী এলাকার দলীয় কার্যালয়ের সামনে মহড়া দিতে থাকে। তবে যতই হামলা করা হউক আজ প্রোগ্রাম আমরা যেকোনো উপায়ে করবোই।’
আহত সদর থানা যুবদলের আহ্বায়ক রিমু জানান, রাত সাড়ে ১০টার দিকে বনানী এলাকার আমাদের দলীয় কার্যালয়ের পাশেই চায়ের দোকানে আড্ডা দিছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আচমকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিপের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদের উপর হামলা চালায়। লাঠি-হকিষ্টিক দিয়ে এলোপাতারি আমাদের উপর হামলা চালিয়ে বীরদর্পে জয়বাংলা শ্লোগান দিয়ে চলে যায়। এতে আমিসহ আমার সাথে থাকা ৫/৭ জন নেতা-কর্মী রক্তাক্ত জখম হলে স্থানীয়রা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।
আহত ছাত্রদল নেতা জাকারিয়া জানান, ছাত্রলীগের সেক্রেটারী আরিপের নেতৃত্বে আনুমানিক ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী অতর্কিত আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
তবে এ অভিযোগ অস্বীকার করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপ। তিনি জানান, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী কোনো হামলার সঙ্গে জড়িত না। যদি হামলা বা আহত হয়ে থাকে তবে তা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই হতে পারে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত না।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকমুখে ঘটনা শুনছি তবে কে বা কারা আহত হয়েছে তা জানার জন্য হাসপাতালে লোক পাঠানো হয়েছে। আমরাও শহরে আছি, মুভমেন্ট করতেছি। দেখতেছি সেখানে কি হয়েছিল।
এসআইএইচ
