সূর্যমুখী ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার বাসিন্দা।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর জামাল সরদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসআইএইচ
