সাবেক বিজিবি কর্মকর্তাকে মারধর, কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
স্ত্রী-সন্তানসহ সাবেক বিজিবি কর্মকর্তাকে মারধরের অভিযোগে বরগুনা পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রমিজ মোল্লাকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও ৭ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্রোক এলাকার রফিকুল মোল্লা, সানাউল্লাহ সানী, খোকন মোল্লা, বেল্লাল মোল্লা, আলতাফ মোল্লা, কেজি স্কুল সড়কের মো. শান্ত ও মো. কালু।
আহতরা হলেন- পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পিটিআই এলাকার বাসিন্দা বিজিবির সাবেক সুবেদার মেজর গোলাম সরোয়ার, তার স্ত্রী মোসা. শামীমা সুলতানা লাকী এবং ছেলে তরিকুল ইসলাম শাওন।
আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য বরগুনা হাসপাতাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মারধরে আহত শামীমা সুলতানা লাকীর ছোটবোন খাদিজা সুলতানা ইরনী আইন পেশায় যুক্ত থাকায় বরিশাল বসবাস করেন। তাই তিনি বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কে তার পৈত্রিক জমিতে ঘর তোলার দায়িত্ব দেন বোনের পরিবারকে। ঘরের নির্মাণকাজ চলা অবস্থায় বুধবার সকালে এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে অভিযুক্তরা পুরোপুরি ঘর ভেঙে ফেলে। প্রতিবাদ করলে অভিযুক্তরা গোলাম সরোয়ার, তার স্ত্রী শামীমা সুলতানা লাকী এবং তাদের ছেলে তরিকুল ইসলাম শাওনকে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মামলার বাদী খাদিজা সুলতানা ইরনী বলেন, পৈত্রিক জমিতে আমার নির্মাণাধীন ঘর ভেঙে ফেলেছে। মামলার প্রধান আসামি কাউন্সিলর রমিজ মোল্লা ক্ষমতার অপব্যবহার করে লোকজন নিয়ে এ কাজ করেছেন। প্রতিবাদ করায় আমার বোন, ভগ্নিপতি এবং ভাগ্নেকে বেধড়ক মারধর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তারা বরিশালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এসজি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)