ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোপানোর অভিযোগ
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।
মেহেদী হাসান অভিযোগ করে বলেন, সন্ধ্যায় আকন বাড়ি খেয়াঘাট এলাকায় আমাকে একা পেয়ে বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। পাইপ ও দা দিয়ে তারা আমার পায়ে এলোপাথারি আঘাত করে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
তিনি বলেন, এই অভিযোগ মিথ্যা। মূলত রাজনৈতিক ঝামেলা প্রেক্ষাপটে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মেহেদীকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখান থেকে বরিশালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ