বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫%, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। এই বোর্ডে পাসের হারে ৯২ দশমিক ৯ ভাগ নিয়ে এগিয়ে আছে ভোলা জেলা। আর ৭৩ দশমিক ৭৫ ভাগ নিয়ে সব জেলার থেকে পিছিয়ে আছে পটুয়াখালী জেলা। অন্যদিকে এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬ জন নারী শিক্ষার্থী জিপিএ-৫ নিয়ে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে। তবে এই বছর বরিশাল শিক্ষা বোর্ডে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এই বছর বরিশাল শিক্ষা বোর্ডে ৬৩ হাজার ১৮১ জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬১ হাজার ৮৮৫ জন। যার মধ্যে ৩০ হাজার ৩২২ জন পুরুষ শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থী রয়েছে ৩১ হাজার ৫৬৩ জন। সর্বোমোট জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৮০ জন এবং নারী শিক্ষার্থী ৪ হাজার ৬ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে তারা।
এ ছাড়াও বোর্ডে বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৯ দশমিক ৯৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩ হজার ২৬৪ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে পাসের হার ৬৮ দশমিক ১ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৭৩৩ জন।
অন্যদিকে এই বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে সবার উপরে রয়েছে ভোলা জেলা। এই জেলায় পাসের হার ৯২ দশমিক ৯ ভাগ। এর পরে দ্বিতীয় অবস্থানে ৯১ দশমিক ১২ ভাগ নিয়ে রয়েছে বরিশাল জেলা। তৃতীয় অবস্থানে আছে ঝালকাঠি জেলা, এই জেলার পাসের হার ৮৮ দশমিক ২৫ ভাগ। ৮৮ দশমিক ১৮ ভাগ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পিরোজপুর জেলা। আর পঞ্চম অবস্থানে ৮৭ দশমিক ৮৩ পাসের হার নিয়ে রয়েছে বরগুনা জেলা। সবার তলানিতে ৭৩ দশমিক ৭৫ ভাগ পাসের হার নিয়ে অবস্থান করছে পটুয়াখালী জেলা।
এসআইএইচ