সাংস্কৃতিক অঙ্গনের ২০ গুণী শিল্পীকে সম্মাননা

গুণের কদর না থাকলে যেমন গুণীজন জন্মায় না। তেমনি শিল্পীদের সমাদর না হলে সমাজে গুণী শিল্পীও তৈরি হয় না। তাই স্থানীয় গুণী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়নে বরগুনার ২০ জন প্রবীণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মানা প্রদান করেছে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রত্যেককে ক্রেস্ট, পদক এবং সনদসহ দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. মো. শাহজাহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. ভুবন চন্দ্র হাওলাদার, জেলা শিল্পকলা একাডেমি বরগুনার সাধারণ সম্পাদক অ্যাড. মো. মুনিরুজ্জামান, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান প্রমুখ। এর আগেও ২ বারে বরগুনার ৩০ জন গুণীজনদের সম্মাননা প্রদান করে জেলা শিল্পকলা একাডেমি বরগুনা।
এএজেড
