অবৈধ জাল অপসারনে বরগুনায় বিশেষ অভিযান শুরু

দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বরগুনায় শুরু হয়েছে বিশেষ অভিযান। ইতোমধ্যে এ অভিযানে একজনের একবছরের কারাদণ্ড ও একাধিক ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষার জন্য বেহুন্দিসহ মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ জাল অপসারণে এই অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (৯ জানুয়ারি) বিকালে এসব তথ্য জানিয়েছে বরগুনা সদরের সিনিয়র মৎস্য কমকর্তা শহীদুল ইসলাম। শহীদুল জানান, রবিবার দিবাগত রাত থেকে এ অভিযান শুরু হয়েছে এবং প্রথম দিনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বরগুনা পৌর শহরের মেসার্স মুনসী স্টোর থেকে নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। ওই জাল বিক্রির অপরাধে দোকানের ম্যানেজার জসিমকে এক বছর কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং দোকান ও গোডাউন সিলগালা করা হয়। পরে আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও অব্যাহত এ অভিযানে নিষিদ্ধ জাল পরিবহনের অপরাধে আরও দুই জনকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এএজেড
