নিভৃতচারী ৫ লেখককে সাহিত্য সম্মাননা

বরিশালের ৫ জন নিভৃতচারী লেখক পেলেন সাহিত্য সম্মাননা। শনিবার (১৭ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। আমাদের লেখালেখি বরিশাল ও দখিনের কবিয়াল পটুয়াখালীর আয়োজনে বরগুনা জেলা সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের সহযোগিতায় এ সম্মাননা দেয়া হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সকাল ১০ টায় 'সাহিত্যে নিবেদিত জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সূচনা হয়। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজের সঞ্চালনায় ও আমাদের লেখালেখির সম্পাদক শফিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করেন আমাদের লেখালেখি বরিশালের সভাপতি জাহাংগীর হোসাইন মানিক।
প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, কবি ও কথা সাহিত্যিক অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, কবি গবেষক সালমা বেগম। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং পাঁচজন বিশিষ্ট সাহিত্যিককে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এবার যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন- পটুয়াখালীর কবি ও বীর মুক্তিযোদ্ধা মো. জাহাংগীর খান, বরগুনার চিত্তরঞ্জন শীল, ঝালকাঠির মো. আজিজুল হক, বরিশালের মোহাম্মদ জয়নাল আবেদীন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সঞ্জীব কুমার রায়। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কবিদের কবিতা পাঠ করা ছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
এএজেড
