ভোলায় বন্যা পরিস্থিতির উন্নতি, নৌ চলাচল শুরু

ঘূর্ণিঝড় সিত্রাং স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভোলায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে না। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি। ফলে খুলছে দোকানপাট, বাড়ির বাইরে বের হতে পারছেন লোকজন।
তবে কেউ কোমর কিংবা হাঁটুসমান পানি ডিঙিয়ে, কেউবা নৌকায় চড়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের চেষ্টা করছেন। দু'দিন পর মঙ্গলবার ভোর ৬টার দিকে টেলিযোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই আকাশে সূর্যের দেখা মিলেছে।
বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও ঘরবাড়ি, গাছপালা পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যাদুর্গতদের সহায়তা করছে।
ভোলা পল্লী বিদ্যুৎ বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বন্যার কারণে অনেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, মিটার ও এমডিবি বক্সে পানি প্রবেশ করায় নিরাপত্তার স্বার্থে এখনো বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে না। বিভিন্ন এলাকার সংযোগ তার পরিদর্শন করা হচ্ছে। বিচ্ছিন্ন থাকা মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
বন্যা পরিস্থিতি উন্নতির দিকে পরিলক্ষিত হওয়ার ভোলা-লক্ষ্মীপুরসহ সব রুটে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা খুলে দেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর ভোলা উপপরিচালক মো. শহিদুল ইসলাম।
এসজি
