বরগুনার আকাশে রোদের ঝলকানি, জনমনে স্বস্তি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত ২ দিন বরগুনায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে মানুষের। তবে এখন কোনো বাতাস-বৃষ্টি নেই।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে মেঘমুক্ত বরগুনার আকাশে। এতে স্বস্তি ফিরেছে মানুষের। তবে গতকাল থেকে এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে জেলার অধিকাংশ এলাকায়।
স্থানীয়রা বলেন, গত দু'দিন ঝড়-বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ঝড়ে গাছ উপড়ে পড়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। রাত থেকে পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। এখন আকাশে রোদ উঠে স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং এবং মধ্যরাতে শক্তি হারিয়ে তা স্থল নিম্নচাপে পরিণত হয়। আজ এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে।
এসজি
