বরিশাল নগরীর বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নগরীসহ আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, হাঁটু সমান পানি জমে আছে সড়কে। এ ছাড়াও নগরীর আশপাশের টিনশেডের বাসা বাড়িতে পানি জমে জনদুভোর্গের সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নগরীর লাকুটিয়া সড়ক, বগুড়া রোড, গোরস্থান রোড, সদর রোড, কালুশাহ সড়ক, বটতলা, বাংলাবাজার, কলেজ অ্যাভিনিউ, ফকিরবাড়ি সড়ক, কালীবাড়ি সড়ক, রাজাবাহাদুর সড়ক, মল্লিকবাড়ি সড়ক, ব্রাউন কম্পাউন্ড, আগরপুর রোড, পলিটেকনিক সড়ক, আমানতগঞ্জ, পলাশপুর, রূপাতলী হাউজিংসহ সবগুলো সড়কই হাঁটু সমান পানিতে তলিয়ে আছে। তবে নদীর ভাটার সময় এসব সড়কের পানি কিছুটা কমতে পারে।
অন্যদিকে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) বরিশালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত বরিশালে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
এদিকে বরিশালসহ দক্ষিণ উপকূলের নদ-নদীতে বিপৎসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ফলে আরো পানি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড।
এসআইএইচ
