ঘরের উপর গাছ পড়ে শতবর্ষী বৃদ্ধা নিহত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরগুনায় ঘরের উপর গাছ উপড়ে পড়ে আমেনা খাতুন নামের শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধারে ছুটে আসে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। একইসঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
নিহতের নাতি সোহেল জানান, আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের উপর পড়ে। এতে ঘর লণ্ডভণ্ড হয়ে যায় এবং নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন।
বরগুনা সদরর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
এসআইএইচ
