ঘূর্ণিঝড় সিত্রাং: উপড়ে পড়েছে গাছ, বিদ্যুৎবিচ্ছিন্ন ভোলা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় ভোলায় উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে এই উপকূলীয় জেলা। ইতোমধ্যে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার রুটে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে।
ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে সকাল থেকে জেলায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ নটিক্যাল মাইল বেগে প্রবাহিত হচ্ছে। উপকূলের নদী উত্তাল থাকলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
ঘূর্ণিঝড় সিত্রাং ভোলায় ৭ নম্বর সংকেত দেখানো হয়েছে। এদিকে ঝড়বৃষ্টিতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন ভোলার চরাঞ্চলের মানুষরা। প্রবল বাতাসে ভোলার রাজাপুর, কাচিয়া,মদনপুর, ইলিশা এলাকাসহ বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ও চরাঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও সিপিপিসহ বিভিন্ন সংগঠন।
এসজি
