ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিদ্যুৎহীন বরগুনা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনা। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে কখন বরগুনা শহরে বিদ্যুৎ আসবে তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বরগুনা কর্তৃপক্ষ।
অপরদিকে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আ. ছালাম। তিনি বলেন, ঘূর্ণিঝড় শিত্রাংয়ের প্রভাবে রোববার থেকেই মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাস হচ্ছে। এ কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাইন চালুর চেষ্টা চলছে। ৩৩ কেভি লাইন চালু হলে পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
বরগুনার টাউনহন এলাকার বাসিন্দা ওলিউল্লাহ ইমরান বলেন, ঝড়ের কারণে একদিকে মানুষের জীবন যাত্রা স্বাভাবিক নেই। তার ওপর আবার বিদ্যুৎ নেই। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিক সোহাগ হাফিজ বলেন, বিদ্যুৎ না থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার তথ্য সরবরাহের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বেগ পেতে হচ্ছে।
এএজেড
