বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

'বাঁধের যে অবস্থা, ভাইসা যাওয়া ছাড়া নিস্তার নাই'

প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষত-বিক্ষত হয় সাগর তীরবর্তী জেলা বরগুনা। আর এসব আঘাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তৃর্ণ জনপদ। ফসলের ক্ষেত, মাছের ঘের, গবাদি পশু ঘরবাড়িসহ ভেসে যায় মানুষও। তাই টেকসই ও কার্যকরী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বরগুনার বাসিন্দারা।

এদিকে টেকসই ও কার্যকরী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কার্যত কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারেই সীমাবদ্ধ থাকছে কার্যক্রম। প্রতি বছর সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হতে হচ্ছে উপকূলবাসীকে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ষাটের দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বরগুনায় ২৭টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এসব বাঁধের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়াও জোয়ার কিংবা জলোচ্ছ্বাসের পানির উচ্চতার তুলনায় নিচু বাঁধ রয়েছে প্রায় ৫০০ কিলোমিটার।

পায়রা নদীর তীরবর্তী তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আল আমিন বলেন, যেই বেড়িবাঁধ পূর্ণিমা কিংবা অমাবস্যার জোয়ারের পানির চাপই সামলাতে পারে না, সেই বেড়িবাঁধ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস মোকাবিলা করবে কী করে ভেবে পাচ্ছি না!

পাথরঘাটার জ্বীনতলা এলাকার বাসিন্দা হোসনে আরা বলেন, ‘ঘূর্ণিঝড় হইলে বাঁধের যেই অবস্থা, ভাইসা যাওয়া ছাড়া নিস্তার নাই। ঘরের মানুষজন, গবাদি পশু, হাঁস- মুরগি লইয়া কই আশ্রয় নেব খুঁজতেছি।’

পায়রা নদীর তীরবর্তী বরগুনা সদরের বালিয়াতলী এলাকার জাফর হোসেন বলেন, ‘বেড়িবাঁধ আমাদের রক্ষাকবচ হলেও সেই রক্ষাকবচের কারণেই এখন আমরা অরক্ষিত। তাই সহায়-সম্বল রক্ষার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করছি।’

পাথরঘাটা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আমাদের বহুদিনের। ঘূর্ণিঝড় সিডরের পর থেকেই এ দাবিতে সোচ্চার ছিলাম আমরা। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের নামে আমাদের সঙ্গে ছলনা করা হচ্ছে। শুধু আশ্বাসে আশ্বাসে পার হয়েছে এক যুগ।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে আমাদের বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য কয়েকটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন পেলে বাঁধ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপাতত কোথাও বাঁধ ভেঙে গেলে তা মেরামতের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

এসএন

Header Ad
Header Ad

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল

আম্পায়ার গাজী সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যে টস শেষে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে শুরু করেন। মাথা ঘোরানোর পাশাপাশি তিনি ঘুম ঘুম অনুভব করছিলেন। তবে তিনি ঘুমাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ জানান, "আমরা গাজী সোহেলের সঙ্গে কথা বলে জানতে পারি, রাতের বেলা ঠিকমতো ঘুম হয়নি, যার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল। বর্তমানে তিনি ঘুমাচ্ছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আধঘণ্টা পর্যবেক্ষণের পর যদি তার শারীরিক অবস্থা ঠিক থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।"

এদিকে, গাজী সোহেলের অসুস্থতার কারণে তার স্থানে মাঠে দায়িত্ব পালন করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ, এবং অন্যান্য আম্পায়ার হিসেবে আছেন হাবিবুর রহমান। এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। মোহামেডান ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছে। মুশফিকুর রহিম ৪৫ রানে এবং মেহেদি হাসান মিরাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।

Header Ad
Header Ad

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। বুধবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহারের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়, যার ফলে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) থেকে এনজিএসও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এই লাইসেন্সের অনুমোদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছি এবং ইতোমধ্যে স্টারলিংকের প্রযুক্তি ইতিবাচকভাবে যাচাই করা হয়েছে।”

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আরও দ্রুত এগিয়ে যায়। গত ১৩ ফেব্রুয়ারি স্টারলিংক নিয়ে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যা পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা এক নতুন যুগের সূচনা করেছে। কারণ, স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা এখন দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছাতে পারবে, যা শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমাতে সহায়ক হবে। একই সঙ্গে দুর্যোগকালীন জরুরি যোগাযোগেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Header Ad
Header Ad

বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ

বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হোটেলে আজ বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ সরকার। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয় তাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন। কিহাক সাং ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন এবং তখন থেকেই দেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এবারের বিনিয়োগ সম্মেলনে কিহাক সাংসহ মোট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত করা হলেও কেবল তাকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, “সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।”

 

এছাড়া সম্মেলনে বিনিয়োগ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘ইনোভেশন ক্যাটাগরিতে’ ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ‘বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে’ ওয়ালটন ও বিকাশ এবং ‘দেশীয় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে’ স্কয়ার ফার্মাসিউটিক্যালস–কে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার গাজী সোহেল
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা
বিনিয়োগ সম্মেলনে ইয়ংওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব দিল বাংলাদেশ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএসসহ সরকারি চাকরি, দুদকের তদন্তে মিলেছে প্রমাণ
এসএসসি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত