পৌনে দুই লাখ জাল টাকাসহ চক্রের ৩ সদস্য আটক

বরগুনার আমতলীতে পৌনে দুই লাখ জাল টাকাসহ একই চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার।
তিনি জানান, শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব শুক্রবার (২১ অক্টোবর) আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির বাজারে বসে ডাব খেয়ে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। এ সময় দোকানদারের সন্দেহ হলে দোকানদার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবকে আটকের পর তার দেহ তল্লাশি করে আরো ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চাওড়া ইউনিয়নের ডাক্তারবাড়ী নামক স্থান থেকে ওই দিন জীবন শেখ এবং ইমরান শেখ নামে আরো দুজনকে আটক করে তাদের কাছ থেকে ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
আটক তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী পটুয়াখালী শহরের পানামা হোটেলের ৩০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আরো ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে আমতলী থানা পুলিশ। এ নিয়ে মোট ১ লাখ ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক জীবন শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুল্লা গ্রামের ওলিমুজ্জামানের ছেলে। আর ইমরান একই এলাকার খেজুরা গ্রামের শফিকুলের ছেলে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জ্ঞান কুমার দাস বলেন, আটক তিনজন দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জাল টাকার ব্যবসা করে আসছে। এই ব্যবসার জন্য তারা পটুয়াখালীর পানামা হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে বসবাস করত।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসআইএইচ
