১৪ বছর পর গলাচিপায় বিএনপির সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির সম্মেলন। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার নূরিয়া মহিলা মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ন কুদ্দুসুর রহমান।
সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের ও পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মজনু। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ. ছত্তার হাওলাদার ও পৌর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আ. রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কুট্টি সরকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান খান, অ্যাডভোকেট মিজানুর রহমান টোটন ও ত্র্যাডভোকেট মোশাররফ হোসেন।
এ সময় প্রধান অতিথি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বিচারে মানুষ হত্যা, গুম খুনের রাজনীতি, মধ্যরাতের ভোট, খালেদা জিয়ার মুক্তি এসবের ফয়সালা রাজপথ হবে।
সম্মেলনে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির নেতা নির্বাচন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তর হাওলাদার। পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, সম্পাদক জসিম খান। সম্মেলনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএজেড
