ভ্যালেন্টাইনস ডে পালন বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
শায়খ আহমাদুল্লাহ । ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ কোনোভাবেই ‘বিশ্ব ভালোবাসা দিবস’ নয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বজুড়ে এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে নামকরণ করা হয়নি। বরং সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন ধর্মযাজক, যার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে খ্রিস্টানরা দিনটি উদযাপন করে আসছে।
তিনি বলেন, “এই দিনে কি ভাই-বোন বা স্বামী-স্ত্রী একে অপরকে ভালোবাসা নিবেদন করেন? বাস্তবতা হলো, খুব কম ক্ষেত্রেই এমনটা হয়। মূলত এই দিবসে তথাকথিত ভালোবাসার নামে অধিকাংশ ক্ষেত্রেই বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রচলন দেখা যায়।”
শায়খ আহমাদুল্লাহ বলেন, “আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’তে ভালোবাসার বিনিময়ের চেয়ে বেশি ঘটে অনৈতিক সম্পর্কের লেনদেন। তাই আমরা এটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপনকে সঠিক মনে করি না।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে এমন অনেকে আছেন, যারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে নিজের ঈমানকে নষ্ট করে ফেলেন। এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।”
তার বক্তব্য অনুযায়ী, ভালোবাসা কেবল এক দিনের বিষয় নয়, বরং তা সারাজীবনের জন্য। তাই ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এই দিবস পালন যথাযথ নয় বলে মনে করেন তিনি।