বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের আগে থেকেই তারা আখেরি মোনাজাতের দিকে আসতে থাকেন।
সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বিশ্ব ইজতেমার শেষ দিন ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর টঙ্গীর তুরাগ তীরের ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এরই মধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। সেখানে তিল ধারণের জায়গা নেই। মাঠে জায়গা না পেয়ে অনেক মুসল্লি ইজতেমার আশপাশের সড়কে অবস্থান নিচ্ছে। তারা চটি, ত্রিপল, পত্রিকা বিছিয়ে রাস্তায় অবস্থান করছে। মানুষের এই ঢল আব্দুল্লাপুর-উত্তরা পেয়ে ছাড়িয়ে গেছে। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক মহিলাও টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন।
জানা গেছে, আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়িফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গীমুখী সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে শনিবার দিবাগত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস-টঙ্গী, মীরের বাজার থেকে টঙ্গী অংশসহ আশপাশের সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
অন্যদিকে ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।