আলিয়া মাদ্রাসা
ক্যাম্পাস ও ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ
দুর্নীতিমুক্ত নৈতিকতায় সমৃদ্ধ একটি আদর্শ জাতি গঠনে ইসলামী ও মাদ্রাসা শিক্ষার বিস্তারের পরিবর্তে মাদ্রাসা ই আলিয়া ঢাকার ক্যাম্পাসকে সঙ্কুচিত করে অধিদপ্তর ভবন নির্মাণ ও পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রস্তাবকে ইসলাম শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলছেন মাদ্রাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরাম নেতৃবৃন্দরা।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানো পল্টনে ফোরামের আহ্বায়ক মাওলানা আজিজুল হক মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সুরুজুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ অভিযোগ করেন নেতৃবৃন্দরা।
তারা বলেন, মাদরাসা ই আলিয়া ঢাকা ২৫০ বছরের ইসলামী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এখন এই প্রতিষ্ঠানের ৪ একর জমি দখলের তৎপরতা নিন্দনীয়।
নেতৃবৃন্দরা বলেন, আমরা আশাবাদী ছিলাম বর্তমান সরকার মাদ্রাসা ই আলিয়া ঢাকা কে ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করে ইসলামী ও মাদ্রাসা শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে। কিন্তু দু:খের সঙ্গে বলতে হচ্ছে সরকার তা না করে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাকে সঙ্কুচিত করার দিকে অগ্রসর হচ্ছে।
তারা আরো বলেন, ২৫০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ধ্বংসের কোনো ষড়যন্ত্র মাদ্রাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্ররা মেনে নিবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে মাদ্রাসা ই আলিয়ার সম্পত্তি দখলসহ ক্যাম্পাসে অধিদপ্তরের ভবন নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা কাজী সাইফুদ্দীন, মাওলানা ইসমাইল ফারুক, অধ্যাপক মাওলানা আবদুল হামিদ, মাওলানা গাজী আতাউর রহমান, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মাওলানা মোক্তার হোসেন ও মো. জোবায়ের হোসেন।
এসআইএইচ