মহাসপ্তমীতে রাজধানীর মন্ডপগুলোতে ছিল উৎসবের আমেজ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পালিত হল ২ অক্টোবর। ঢাকার বিভিন্ন মণ্ডপে উদযাপিত হয়েছে মহাসপ্তমী। বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে ভক্তদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।
সপ্তমী পূজার আরতি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো। এবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অশুভ শক্তির বিনাশ সাধন করে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব মানবের কল্যাণে আবির্ভূত হয়েছেন অসুরবিনাশী দেবী দুর্গা। মহাষষ্ঠীতে ভক্ত-অনুরাগীদের ঢাকঢোল, কাঁসা-শঙ্খের আওয়াজ ও উলুধ্বনিতে মাতৃরূপী দেবীর আবাহন করা হয়েছে। এর মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মণ্ডপে পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৭টায় সায়ানকালে কল্পারম্ভ ও বোধন আমন্ত্রণসহ অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীপূজা সম্পন্ন হয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পুরোহিত প্রণব চ্যাটার্জি পূজা পরিচালনা করেন। ঢাকেশ্বরী মন্দিরে সব বয়সি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সি মানুষকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, রাজধানীর বিভিন্ন মণ্ডপে মহাসপ্তমী উদযাপিত হয়েছে। ভক্তরা তাদের প্রার্থনা মা দুর্গার কাছে জানাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি এ দেশ অসাম্প্রদায়িক। আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই করব এ দেশ থেকে যেন সব অপশক্তির বিলোপ ঘটে শুভশক্তির উদয় হবে। এদিন সকালে চণ্ডিপাঠে মুখরিত ছিল রমনা কালীমন্দিরের পূজামণ্ডপও। উৎসবের দ্বিতীয় দিন আজ মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়।
কেএম/এএস