মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ
মহাষষ্ঠীতে মহিষাসুর মর্দিনী দেবীর আবাহনের মধ্য দিয়ে শনিবার (১ অক্টোবর) শুরু হয়েছে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই উৎসবে আজ মহাসপ্তমী।
মহাসপ্তমীতে ষোলটি উপাদানে পূজা হবে দেবীর। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।
শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনেও মণ্ডপে মণ্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্রধ্বনি। হিন্দুধর্মাবলম্বীরা সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দুর্গার সামনে হাজির হয়ে পূজা উদযাপন করছেন।
গেল দুই বছর অতিমারি করোনার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব বাধাগ্রস্ত হয়েছিল। দুই বছর পর এবারের দুর্গাপূজায় যেন উৎসবের রং লেগেছে।
মহাসপ্তমীতে সেই উৎসবের রং আলো ছড়াচ্ছে সারা দেশের পূজা মণ্ডপগুলোতে। নানা বয়সী মানুষ রঙিন পোশাক পরে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপস্থিত হচ্ছেন মা দূর্গার সান্নিধ্যের আশায়।
আজ ভোর থেকে বৃষ্টি হানা দিলেও উৎসবে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
উল্লেখ্য, পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে প্রায় ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এই সংখ্যা গতবারের চেয়ে ৫০টি বেশি। আর ঢাকা মহানগরে এবার পূজা হচ্ছে ২৪১টি মণ্ডপে, যা গতবারের চেয়ে ৬টি বেশি। গতবার সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি।
এনএইচবি/আরএ/