রমজানের মাসআলা-১১
রোজা অবস্থায় দিনের দাঁত মাজা এবং মিসওয়াক করা
রোজা হলো পানাহার ও রতিক্রিয়া থেকে বিরত থাকার নাম। তাই রোজা অবস্থায় দিনের বেলায় মিসওয়াক করলে বা ব্রাশ করলে; এমনকি টুথপেস্ট ও দাঁতের মাজন ব্যবহার করলেও রোজা ভঙ্গ হবে না।
রোজা অবস্থায় মিসওয়াক করাই ভালো, ব্রাশও করা যাবে; তবে টুথপেস্ট, মাজন ও ছাই ইত্যাদির যেহেতু নিজস্ব স্বাদ-গন্ধ রয়েছে, তাই এগুলো ব্যবহার না করাই ভালো। ফকীহগণ মনে করেন, এটি রোজার উদ্দেশের কিছুটা হলেও বিপরীত। যেহেতু শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গেরও রোজা আছে। এতে রোজা ভঙ্গ হবে না এবং কাজা বা কাফফারাও প্রয়োজন পড়বে না।
তবে অসাবধানে টুথপেস্ট গলায় প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে, কাজা আদায় করতে হবে; কাফফারা লাগবে না। (ফাতাওয়া কাজী খান; জাদীদ ফিকহী মাসায়েল)
এসএ/