রমজানের মাসআলা-৭
রোজা অবস্থায় তেল, সুরমা ও সুগন্ধি ব্যবহার করা
রোজা অবস্থায় দিনের বেলায় প্রয়োজনে তেল, সুরমা ও সুগন্ধি ব্যবহার করা যায়। এতে রোজার কোনো ক্ষতি হয় না। মাথা, চোখ, মুখ, কান, নাক বা শরীরের যে কোনো জায়গায় তেল ব্যবহারের একই বিধান।
তবে রোজায় বা রমজানের বাইরে পুরুষরা রাতের বেলায় শোয়ার আগে সুরমা ব্যবহার করা সুন্নত। দিনের বেলায় সুরমা ব্যবহার করা পুরুষের জন্য সবসময়ই মাকরূহ। মহিলারা দিনে বা রাতে সবসময় সুরমা ব্যবহার করতে পারবেন।
পুরুষরা ঘরে-বাইরে সর্বাবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারেন; কিন্তু মহিলারা প্রয়োজনে বাইরে বের হতে হলে সুগন্ধি ব্যবহার করবেন না। হাদীস শরীফে এসেছে–পুরুষের জন্য সুগন্ধি, মেয়েদের সাজ রঙ। (আবু দাউদ শরীফ) তাই রমজানে রোজার পাশাপাশি এসব বিষয়গুলোও লক্ষ রাখা বাঞ্ছনীয়। (ফাতাওয়ায়ে লাক্ষ্ণৌভী)
এসএ/