রমজানের মাসআলা-৪
রোজা অবস্থায় ইনহেলার, ডুস বা সাপোজিটরি নেওয়া

রোজা অবস্থায় ইনহেলার, সাপেজিটরি বা ডুস নেওয়ার বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ ফকীহগণের মতে, এতে রোজা ভঙ্গ হবে এবং কাজা আদায় করতে হবে; কাফফারা লাগবে না।
তবে অনেক ফকীহদের মতে, ব্যক্তি যখন পানাহার ত্যাগ করে রোজা রাখতে সক্ষম তাই রোজা পালন করবেন; যেহেতু ইনহেলার না নিয়ে থাকতে পারে না তাই ইনহেলার নিবেন; আর ইনহেলার নেওয়ার কারণে রোজা ভঙ্গের সম্ভানা থাকায় ফিদইয়াও দিবেন। যাতে করে তার সব পথ খোলা থাকে।
ডুস বা সাপোজিটরি যেহেতু খাদ্য নয়, খাদ্যের বিকল্পও নয় এবং তা পাকস্থলীতেও প্রবেশ করে না; বরং তা একপ্রকার ঔষধ, যা মলম বা ক্রিমের সঙ্গে তুলনা করা যায়। সর্বোপরি এটি পুনরায় পায়ুপথে বেরিয়ে আসে এবং এতে খাদ্যের উদ্দেশ্যও সাধিত হয় না। তাই এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। তবুও সতর্কতামূলক কাজা আদায় করা উত্তম হবে। (আল ফিকহুল ইসলামী আদ দুওয়ালী)
এসএ/
