ঋণ থেকে মুক্তির দোয়া
আমাদের সমাজে ঋণগ্রস্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে ঘরে-বাইরে মনোকষ্টে ভুগতে হয় মানুষকে। এ নিয়ে কষ্টে থাকা মানুষের দেখা হরহামেশাই মেলে। এ থেকে নিরাপদে থাকতে নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্যও প্রার্থনাও জরুরি। তবে এমন দোয়া রয়েছে, যা পাঠ করলে ঋণ থেকে মুক্তি মেলে।
দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া
হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ওই দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করবে, আল্লাহতায়ালা তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দেবেন।’
দোয়ার উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি, ওয়াল হুজনি, ওয়া-আউজুবিকা মিনাল আজজি, ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি, ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি- ওয়া কাহরির রিজাল।
অর্থ
হে আল্লাহ! আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে আরও আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপপ্রয়োগ থেকে। –সুনানে আবু দাউদ: ১৫৫৫
এসএ/