শাকিল ইসলাম এর কবিতা ‘কাজী নজরুলের জন্মজয়ন্তিতে’
নজরুল তুমি বিংশ শতাব্দীর স্ফুলিঙ্গে,
অন্যতম জনপ্রিয় অগ্রণী মুসলিম বঙ্গে;
ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞে,
দার্শনিক তুমি বাংলা সাহিত্য যজ্ঞে।
সমাজ ও সংষ্কৃতির বর্ণিল সবুজ ক্ষেত্র,
শ্রেষ্ঠত্বে ব্যক্তিত্বে উল্লেখযোগ্য নেত্র;
কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গী রণক্ষেত্র,
বিদ্রোহী কবি আখ্যা পেলে মৃত্তিকাপুত্র।
কবিতায় বিষয়বস্তু সমাজ সোচ্চারে,
মানুষের উপর শোষণ ও অত্যাচারে;
অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ নির্বিচারে,
আলোকবর্তিকা তুমি সহস্রাব্দের তরে।
অন্যায়ের তরে তুমি গড়লে জগদ্দল,
রচিলে তব "আমরা শক্তি আমরা বল";
যুবকদের নিয়ে গাইলে তুমি অনর্গল,
"চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল"।
সাহিত্যের নিরিখে তুমি সমাজের দর্পণ,
ব্রিটিশের বিরুদ্ধে সৈনিকরূপে গর্জন;
থিয়েটার দলে তুমি রাজবন্দীর ভাষণ,
সমাজ সংস্কারে হিন্দু-মুসলিম সম্মিলন।
দরবারী ও লৌকিক ঝুমুরের সংমিশ্রণে,
স্বভাবকবি রাজবন্দীর জবানবন্দী রণে;
যুবকের জীবনে রঙিন স্বপ্ন বিনির্মানে,
সাংবাদিকতা পেশায় মানুষের কল্যাণে।
মিশে আছো তেত্রিশশত গানের লয়ে,
তৎক্ষনাৎ গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে;
বাংলা সাহিত্যের পরতে ছড়িয়ে ছিটিয়ে,
অম্লান তুমি জাতীয় কবির মর্যাদা নিয়ে।
ডিএসএস/