শাহিদা ফাল্গুনীর কবিতা ‘বৃক্ষবার্তা’

ফুলও ফুটবে না,পাখিও গাইবে না,
নিরব হাওয়ায় বসন্ত কেমন করে হবে?
মেঘও জমবে না,বাদলও ঝরবে না....
মেঘের কোলে বৃষ্টিজলে
রঙধনু কি হবে?
শুকনো খাল ও বিলে
মাছেরা খেলবে না
মাছে-ভাতে বাঙালি
কেমন করে হবে?
বৃক্ষ থাকবে না, ছায়াও থাকবে না...
অশত্থতলে বোশেখ মেলা
কেমন করে হবে ?
ভরলে নদী ও খাল,
বন কাটিলে পরে
সোনার সবুজ বাংলা আমার
মরুভুমি হবে।
মেঘও জমবে না,বাদলও নামবে না....
মেঘের কোলে বৃষ্টিজলে
রঙধনু কি হবে?
শুকনো খাল ও বিলে
মাছেরা খেলবে না
মাছে-ভাতে বাঙালি
কেমন করে হবে?
ডিএসএস/
