বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রবীন্দ্রনাথের পরলোকচর্চা

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্ল্যানচেটের চল ছিল। রানী মহলানবীশকে লেখা রবীন্দ্রনাথের চিঠির সূত্র ধরে অমিতাভ চৌধুরী কবির পরলোকচর্চা বিষয়ে আগ্রহী হন। কৌতূহলের বশেই তিনি বিশ্বভারতীর রবীন্দ্রভবনে খুঁজে পেয়েছিলেন আটখানি খাতা। প্রশ্ন-উত্তর মিলিয়ে সেই অলৌকিক সংলাপ যথাসাধ্য আমাদের সবার জন্য তুলে দিয়েছেন লেখক।
রবীন্দ্রনাথকে নিয়ে বলছেন – “ বহু দুঃখ, বহু শোক তাঁর ভিতরে জমা ছিল। অশরীরী প্রিয়জনদের সঙ্গে কথা বার্তায় কখনও বেরিয়ে পড়েছে স্নেহশীল পিতার রূপ, কখনও বা স্ত্রী বিয়োগ বিরহী স্বামীর ছবি। আবার দেখি কখনও তিনি প্রিয়শিষ্যবিচ্ছেদে শোকাছন্ন কবি, কখনও বা পরলোকগত জ্যেষ্ঠ ভ্রাতাদের কাছে রয়ে গেছেন সেই ‘ছোট রবি’।আত্মার অস্তিত্ব ও প্ল্যানচেট নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন চিঠিপত্রের অংশ এই বইতে পাওয়া যায়। প্রাথমিক ভাবে মিডি য়াম নিয়ে কবির সন্দেহ থাকলেও আত্মাদের উত্তরের প্রকৃতি দেখে রবীন্দ্রনাথের বিশ্বাস জন্মায় এ বিষয়ে।

আর কেউ সন্দেহ প্রকাশ করলে বলতেন- ‘নূতনকে জানার আগ্রহ কেন হবে না, জানতে দোষ কী!’প্ল্যানচেটে মিডিয়াম হতেন রবীন্দ্রনাথের বন্ধু মোহিতচন্দ্র সেনের কন্যা উমা- ডাকনাম বুলা। আহ্বায়ক- রবীন্দ্রনাথ। লিপিকর: অমিয়চন্দ্র চক্রবর্তী ও মোহনলাল গঙ্গোপাধ্যায়।প্ল্যানচেটের সঙ্গী হতেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, মীরা দেবী প্রমুখরা। প্ল্যানচেটে এসেছিলেন রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা, কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ, ছোট বউ মৃণালিনী, নতুন বৌঠান কাদম্বরী দেবী, নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ, হিতেন্দ্রনাথ, ভ্রাতুষ্পুত্রী অভিজ্ঞা, অজিত চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়- এছাড়াও আরো অনেকে।
প্ল্যানচেটের সময় অনেক অযাচিত আগন্তুকরাও আসতেন। তাঁদের কেউ নাম বলেছেন, কেউ বলেননি। কেউ বলেছেন ‘তাঁদের কাজ অন্য আত্মাকে পৌঁছে দেওয়া’। নতুন বৌঠান ছাড়া রবীন্দ্রনাথ বারবার আগ্রহ দেখিয়েছিলেন তাঁর কনিষ্ঠ সন্তান শমীন্দ্রনাথকে নিয়ে।

নিকট আত্মীয় বাদ দিলে রবীন্দ্রনাথ বিদেহী আত্মাদের প্রশ্ন করেছেন মূলত তিনটি- “ *(এক) আপনার বা তোমার ধর্মবিশ্বাসে কোনো পরিবর্তন হয়েছে কি-না *(দুই) পরলোকে স্ত্রী-পুরুষের যৌন সম্পর্ক কী রকম এবং উভয়ের মধ্যে সম্ভোগবাসনা আছে কি-না এবং *(তিন) নূতন জন্ম নিতে ইচ্ছে হয় কিনা। ’’

এই প্রশ্নগুলির সম্ভাব্য কারণ অমিতাভ চৌধুরী সন্ধান করেছেন। পুনর্জন্ম নিতে চান কিনা এই প্রশ্নের উত্তরে কেউ বলেছিলেন রাজি, কেউ বলেছিলেন চান না। সুকুমার রায় প্ল্যানচেটে রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন ছেলে সত্যজিৎ-কে শান্তিনিকেতনে ভর্তি করে নিতে। সত্যজিৎ আশ্রমে এসেছিলেন বড় হয়ে। রবীন্দ্রনাথ নিজের অভিনয়, কবিতা নিয়েও জানতে চেয়েছেন প্ল্যানচেটে। কবির ছবি যে ইউরোপে বিশেষ স্বীকৃতি পাবে আগাম জানিয়েছিলেন প্ল্যানচেটে আগতরাই! আবার আত্মার অনুরোধে গান শুনিয়েছেন রবীন্দ্রনাথ। অমিতাভ চৌধুরী একটি বিশেষ দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বই-এর শেষভাগে।

মিডিয়াম উমা দেবী ১৯৩১ সালে মাত্র সাতাশ বছর বয়সে নিজেই চলে গিয়েছিলেন পরলোকে। যিনি ছিলেন রবীন্দ্রনাথের ‘পারলৌকিক যোগাযোগের সেতু’। বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ জগদীশ ভট্টাচার্য তাঁর ‘কবিমানসী’র- প্রথম খন্ডে রবীন্দ্রনাথের প্ল্যানচেট নিয়ে পরীক্ষা এবং মিডিয়াম হিসেবে উমা দেবীকে নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেছেন।
আলোচ্য বিষয়ে তাঁর সিদ্ধান্তটি আমাদের যুক্তিযুক্ত মনে হয়েছে – “মিডিয়ামের সাহায্যে অতিপ্রাকৃত সত্যানুসন্ধান সম্পর্কে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের বক্তব্য হল, চিঠিপত্র থেকে দেখা যাচ্ছে, কবি নিজে ওতে বিশ্বাস করতেন এবং মিডিয়ামের সাহায্যে নতুন-বৌঠানের সঙ্গে বলার জন্যে তিনি আগ্রহান্বিত ছিলেন। … মৈত্রেয়ী দেবীকে লেখা চিঠিতে কবি যে “আকাঙ্ক্ষার প্রমাণের’’ কথা বলেছেন সেদিক থেকে চিন্তা করলেও বলা যায় যে, “কৈশোরিকা’’র সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষাই অতিপ্রাকৃত অস্তিত্বে বিশ্বাসের ভিত্তিমূলকে সুদৃঢ় করে রেখেছে। “ মর্ত্যবন্ধনমুক্ত যোগ’’ নিত্য করে রেখেছে উভয়ের সখ্যকে।’’
একথা নিঃসন্দেহে বলা যেতে পারে মানুষ রবীন্দ্রনাথকে জানতে হলে পরলোকচর্চার দিকেও নজর দিতে হবে। কেউ কেউ আবার এই প্রবণতাকে বলতে চেয়েছেন ‘মহাপৌরুষেয় ছেলেমানুষী।’ অবশ্য জানার মাঝে অজানার সন্ধানে যে সংলাপ রচিত হয়েছিল, সেগুলি বই থেকে পড়ে আমাদের শিহরণ জাগে বৈকি।

 

ডিএসএস/

Header Ad
Header Ad

দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আবারও ফিরে আসবে, দেশের অবস্থা ভালো না। সরকার দু'বেলা ভাত খায়, কিন্তু দেশের মানুষ দু'বেলা ভাত পায় না। বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানিকালে এজলাসে তোলার সময় তিনি এ কথা বলেন।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, ‘আমার মুখ যতই চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।’

এর আগে আজ ( বৃহস্পতিবার) বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে ৪র্থ তলায় ওঠানোর চেষ্টা করেন। তখন কামরুল ইসলাম দাঁড়িয়ে যান। বলেন, ‘হাঁটতে পারবো না। চারতলায় উঠতে পারবো না। লিফট আছে না। লিফটে ওঠায় দেন।’ পরে তাদের লিফটে করে ওপরে নেওয়া হয়। তবে সোলায়মান সেলিম লিফটে যেতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন।

পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘চার দিনের রিমান্ডে ছিল। পুলিশ প্রতিবেদনে তিনি যে সম্পৃক্ত এমন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনও পদে ছিলেন না।’

পরে কামরুল ইসলামের পক্ষে শুনানি করার জন্য ডাকা হয়। তবে কামরুল ইসলাম আইনজীবীকে শুনানি করতে দেননি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।’

Header Ad
Header Ad

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক(জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সুবক্তগীন।

বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মোঃ সুবক্তগীন ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী/পশ্চিমাঞ্চল, প্রধান প্রকৌশলী/পূর্বাঞ্চলের সহ অনেক গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্বে করেছেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস
লামায় ত্রিপুরাদের পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন উপদেষ্টারা
সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার
সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত