আরেফিন আজাদ এর কবিতা রিলিজ অর্ডার
নিয়োগের পরে চাকুরি জীবনে আসে কর্মব্যস্ততা;
অন্য পরিবেশ থেকে আলাদা হয় অফিস,
অফিসে নতুন কর্মকর্তা আচরণে কেমন?
এই নিয়ে হয় কানাকানি আর হয় ফিস্ ফিস্,
তারপর মেলামেশাতে জানাশোনাতে বাড়ে- হৃদ্যতা।
এভাবে চলতে থাকে চাকুরি জীবন বেশ ভালোয়
হাসি আনন্দে সবার জীবন ভরে আলোয়
তারপর একদিন আসে বদলির আদেশ
চোখের সামনে ভাসে নতুন মানুষ নতুন পরিবেশ।
নতুন অফিসে যেতে হলে নিতে হয় রিলিজ ;
স্যারেরা ফোন করে হেড অফিসে "রিলিভার দেন প্লীজ";
নতুন লোক আসে টেবিলের দায়িত্ব বুঝিয়ে _
রিলিজ অর্ডার হাতে খুজতে হয় নতুন গন্তব্য,
বিদায় বেলাতে সবাই সবার সম্পর্কে
-করে ভালো ভালো মন্তব্য।
জীবন ফুরিয়ে মৃত্যু আসে ও বিধাতা এখানে
কেন কোন রিলিজ অর্ডার না লাগে?
কোন রিলিভার করবেন কাজ, এ সংসারে যে কাজ সে করতো আগে?
ডিএসএস/