নিউ ইয়র্কে স্থায়ী শহিদ মিনার স্থাপনে কংগ্রেসওম্যানের সহযোগিতা কামনা

নিউ ইয়র্কে একটি স্থায়ী শহিদ মিনার স্থাপনের জন্য স্থানীয় কংগ্রেসওম্যান গ্রেস মেং এর সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কনসাল জেনারেল ও কংগ্রেসওম্যান গ্রেস মেং এর ভার্চুয়াল বৈঠক হয়েছে।
কনসাল জেনারেল কংগ্রেসওম্যানকে আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং ভাষা আন্দোলনে ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে নিউ ইয়র্কে যথোপযুক্ত স্থানে একটি স্থায়ী শহিদ মিনার স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
কংগ্রেসওম্যান এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরইউ/টিটি
