মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭ জন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী থাকার অভিযোগে বাংলাদেশিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে জানানো হয়, বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে পরিচালিত এক অভিযানে এই ১৭ জনকে আটক করা হয়। স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওয়ান মোহাম্মদ জানান, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) যৌথ অভিযান চালিয়ে ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘনের অভিযোগে ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে ১৫ জন মিয়ানমারের নাগরিক এবং দুজন বাংলাদেশি। আটককৃতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
গ্রেপ্তারের আগে একটি ১ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় বিদেশিরা অবৈধভাবে জনসাধারণের জায়গায় পার্কিং চার্জ আদায় করছেন। ইমিগ্রেশন বিভাগ এই ভিডিওটি তদন্ত করে ২৪ ঘণ্টার কম সময়ে অভিযান পরিচালনা করে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটককৃতদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং তাদের সঙ্গে কোনো নিয়োগকর্তার সংযোগও পাওয়া যায়নি। এদের সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।