পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৬
পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। ছবি: সংগৃহীত
পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, ১০ জুলাই, বুকিত বিনতাংয়ের আশপাশে পাঁচটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।
দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, একটি দোতালা দোকানে অভিযান পরিচালনা করে ৫৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল জনসাধারণের এমন অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সী ৫৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
রাসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, এ ঘটনায় আরও দুজন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে যারা সেখানকার তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। গ্রেফতারকৃতদের শনাক্তকৃত অপরাধগুলোর মধ্যে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ যা পাসপোর্ট আইন লঙ্ঘন করেছে। আটককৃত সকলকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।