স্বামীকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা স্ত্রীও
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মহিন উদ্দিন ভূঁইয়া (৩৫) ও তার গর্ভবতী স্ত্রী রুনা (২৫) নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঞার ছেলে মো. মহিন ভূঞা (৩২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তার (২৫)। রুনা একই উপজেলার কেশারপাড় ইউনিয়নের মো. লিটনের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, রোববার মহিন সপরিবারে লেনেসিয়ায় এক বান্ধবীর বাসায় দাওয়াত খেয়ে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে এলে আগে থেকে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। এ সময় মহিনকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তার গর্ভবতী স্ত্রী রুনাকেও গুলি করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাগ্যক্রমে গাড়িতে থাকা তাদের দুই শিশু সন্তান বেঁচে যায়।
মহিনের বাবা মো. হোসেন ভুঁইয়া বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে মহিন সবার বড়। সে দীর্ঘ ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। পাঁচ বছর আগে স্ত্রী রুনাকে এবং পরপর তার আরও দুই ভাইকেও সেখানে নিয়ে যায়। এখন আমার সব শেষ হয়ে গেছে। আমার ছেলে ও ছেলের বউকে কারা গুলি করলো, কেন করলো, আমরা এর বিচার চাই।
এ বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ জানান, প্রবাসে কেউ মারা গেলে মরদেহ দেশে আনা এবং দাফন করার জন্য একটি ওয়েজবোর্ড আছে। আমরা সেই ওয়েজবোর্ডের মাধ্যমে তাদের মরদেহ আনার ব্যবস্থা করবো।