সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
নিহত সম্রাট হোসেন। ছবি: সংগৃহীত
সৌদি আরবে গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন সম্রাট হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি।
শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট ফেনীর বাসিন্দা ছিলেন
নিহত সম্রাট ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। পরিবারে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
সম্রাটের চাচা নজরুল ইসলাম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সৌদি সময় সকাল ১০টার দিকে সম্রাট নিজের গাড়ি চালিয়ে কাজের উদ্দেশে রওনা হয়েছিল। বাসা থেকে তিন কিলোমিটার দূরে হঠাৎ তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা এক সহকর্মী আহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন ও চার ভাইয়ের মধ্যে সম্রাট তৃতীয় ছেলে। জীবিকার তাগিদে ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সর্বশেষ দুই বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। এ বছরের রমজানে তার দেশে আসার কথা ছিল।
এদিকে সম্রাটের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু জানান, উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, প্রবাসীর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। দ্রুত মরদেহ দেশের আনার জন্য আমরা সহযোগিতা করব।